চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া—‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। সুইডেনের স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) দুপুরে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ হলো মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার (immune system) এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজের উপাদান বা নিরীহ বহিরাগত উপাদানের (যেমন—খাদ্যের নির্দিষ্ট উপাদান বা উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া তৈরি হওয়া থেকে বিরত থাকে।এই প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করলে অটোইমিউন রোগ—যেমন টাইপ-১ ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো জটিল রোগ দেখা দিতে পারে। মেরি...