দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মাত্র একদিন আগেই তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। সোমবার ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ মিত্র লেকর্নুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিদায়ী ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার (৬ অক্টোবর) বলেছেন যে, তার এই পদে থাকার মতো কোনো শর্তই পূরণ হয়নি। এর আগে ফ্রাসোয়া বেইরোর সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেবাস্তিয়ান লেকর্নু। কিন্তু মাত্র ২৬ দিনের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। বেশ কিছু দল এখন আগাম নির্বাচনের দাবি জানিয়েছে। কেউ কেউ ম্যাক্রোঁকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না। ডানপন্থি ন্যাশনাল র্যালির...