ঢাকা: সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা ইসরায়েলি সেনাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তারা জানান, আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে—ব্যঙ্গ-বিদ্রুপ, হাসি-ঠাট্টা করেছে এবং প্রয়োজনীয় খাবার না দিয়ে উপবাসে থাকতে বাধ্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তৃষ্ণায় তারা বাধ্য হয়ে শৌচাগারের পানি পান করেছেন। অধিকারকর্মীরা আরও অভিযোগ করেন, তাদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটুর ওপর বসিয়ে রাখা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তিন দিন পর্যন্ত কোনো খাবার দেয়া হয়নি।ফ্লোটিলার এক যাত্রী, ইতালীয় সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো বলেন, "ইসরায়েলি বাহিনী আমার অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে।" তাকে গত শনিবার ইসরায়েল থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।তুরস্কে ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা...