০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও স্থানীয় জনসাধারণের মাঝে ১৬ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর বাস্তবায়নাধীন “বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচি”র অংশ হিসেবে সোমবার দুপুরে শ্রীবরদী সরকারি নার্সারি প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর। এ সময় শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা,নউপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু সহ বিভিন্ন...