০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম ইলিশে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে নিষেধাজ্ঞায় মৎস্যজীবীদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ২য় সংশোধিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা ট্রাস্কফোর্স কমিটির বাস্তবায়নে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আদেশের ৩ দিন পর মৎস্যজীবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে, নিষেধাজ্ঞার ৩ দিন পর এ সভা অনুষ্ঠিত হওয়ায় সচেতন মহল একে দায়সারা কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলটের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, কোস্টগার্ড প্রতিনিধি মো. শাহীন আলম, মৎস্যজীবীদের সভাপতি মো....