সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুরে পুরোদমে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সংগীত তারকা তাহসান। যদিও তাঁর আরও কিছু কাজ বা ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে, এরপরই মূলত নিজেকে গুটিয়ে নেবেন। আকস্মিক এই ঘোষণায় সেদিন গায়কের লাখও ভক্ত বিস্মিত হন! একইসঙ্গে তাঁরা নিজেদের হৃদয় ভেঙে যাওয়ার কথাও জানান। কেউ কেউ অবশ্য সমালোচনাও করেছেন! এবার দেশে ফিরে চিরচেনা রূপে ধরা দিলেন তাহসান। কখনও পিয়ানো বাজিয়ে, আবার কখনও মাইক হাতে স্টেজে দাঁড়িয়ে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে গাইলেন তিনি। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকায় আয়োজিত একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়েছিলেন এই তারকা। সেখানে তাঁকে মঞ্চে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুরাগীরা। অবশ্য তাঁদের মনে এই প্রশ্নও উঁকি দিয়েছে যে, এটাই কি তবে তাহসানের শেষ পারফর্ম হতে যাচ্ছে? পারফর্মের পর কথা বলার সময় উপস্থাপকের এমন গুরুত্বপূর্ণ...