সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দিদারুল আলম চৌধুরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাউজানে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।...