অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলতে এবার হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন মৌসুমের পুরো সময়ের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিবিএল আসর। রিশাদ গত মৌসুমেও হোবার্ট হারিকেন্সে দলে ছিলেন, তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ব্যস্ততার কারণে খেলতে পারেননি। যদিও তার অনুপস্থিতিতেই প্রথমবারের মতো বিবিএল শিরোপা জিতেছিল হারিকেন্স। এবারের আসরে দলে যোগ দিতে মুখিয়ে আছেন তিনি। রিশাদ বলেন, ‘পন্টিং ছোটবেলা থেকেই আমার প্রিয় খেলোয়াড়দের একজন। ওর খেলা দেখতাম নিয়মিত। তার সঙ্গে কাজ করার সুযোগ পেতে যাচ্ছি, এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হবে। ’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের চেয়ে বেশি আমি উন্মুখ পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য। ওর অধীনে খেলাটা আমার জন্য দারুণ...