জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই।তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনসিপির নাটোর জেলা প্রধান সমন্বয়ক এস এম জার্জিস কাদির। সভায় সারজিস আলম বলেন, কোনো রাজনীতিক দল যেই মার্কাটা নিয়ে জনগণের কাছে যেতে পারবে ওই ধরনের মার্কা আমরা লিস্টে যুক্ত করতে বলবো। তিনি আরও বলেন, ‘আমরা পার্বত্য জেলা বলতে তিনটি পাহাড়ি জেলাকে বুঝি। এটা বাংলাদেশের অংশ। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দুমাত্র...