মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) অপপ্রয়োগ এখন একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বিশ্বের অনেক ইলেক্টোরাল বডির সঙ্গে আমি মিটিং করেছি- এখন সবারই কমন কনর্সান এটি। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্য তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, সর্বশেষ জার্মান নির্বাচনে ৮৮ শতাংশ ভোটার ভেবেছেন নির্বাচন ফেয়ার হবে না। দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের সঙ্গে একটি জুম মিটিং করেছি, তারা জানিয়েছেন- গত তিনটি নির্বাচন ধরে তারা প্রস্তুতি নিয়েছে। তারা পোস্ট ইলেকশন অ্যাসেসমেন্টে করে দেখেছে, প্রতিপক্ষ- বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, তারা নির্বাচন কমিশনের তুলনায় সাড়ে তিনগুণ বেশি প্রস্তুত ছিলেন। এছাড়া রোমানিয়ায় তো...