বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর প্রভাব ব্যাখ্যা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হয় তাকে। সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও উপস্থিত ছিলেন। এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে করা এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এটি একটি ‘বিচারিক আইনি প্রক্রিয়া’ এবং এর জন্য দুই সরকারের মধ্যে ‘সম্পর্ক এবং পরামর্শ’ প্রয়োজন। তিনি বলেন, আমরা এই বিষয়গুলো পরীক্ষা করছি। আমরা এই বিষয়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। এই মুহূর্তে আরও কিছু বলা গঠনমূলক হবে না। এরপর ভারত বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে...