আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন ভূমিকা রাখবেন তা নির্ভর করছে তাঁর (খালেদা জিয়া) শারীরিক পরিস্থিতির ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বিবিসি বাংলা প্রশ্ন করেছিল—সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি কি এ নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন? তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাবো? উত্তরে তারেক রহমান বলেন, ‘আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, উনার শারীরিক সক্ষমতা যদি এলাও করে উনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। উত্তরে তারেক রহমান: আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যেই মানুষটি...