নাটোরে বড়াইগ্রামে মমতাজ বেগম (৭০) নামের এক বৃদ্ধার মুখমণ্ডল থেঁতলানো লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের সরদার পাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মমতাজ বেগম একই এলাকার মৃত শফিউল্লার স্ত্রী। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর এক যুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। তার ছেলে জাকির হোসেন মঞ্জু পাশেই অন্য বাড়িতে থাকেন। মেয়ে বেবি আক্তার বিয়ের পর পরিবার নিয়ে ঢাকায় বাস করেন। বৃদ্ধার দেখাশোনা ও বাড়ি পাহারা দিতেন সুফিয়া বেগম ও আবু সামা। প্রতিদিনের মতো সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় সুফিয়া বেগম তার বাড়িতে চলে যান। রাতে বাড়ি পাহারার দায়িত্বে থাকা আবু সামা এশার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে আবু সামা...