দেশে প্রায় ১৫ বছরের ব্যবধানে আবারও অ্যানথ্রাক্স (Anthrax) রোগের সংক্রমণ দেখা দিয়েছে। রংপুরসহ উত্তরাঞ্চলের তিন জেলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছেন। গবাদি পশুর এই রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সংক্রমণের উৎস ও আক্রান্ত এলাকাঅ্যানথ্রাক্স মূলত গবাদি পশু—বিশেষ করে গরু, ছাগল ও মহিষ থেকে মানবদেহে ছড়ায়। সংস্পর্শে নয়, এই রোগে আক্রান্ত গরু জবাই করে তার মাংস খাওয়ার ফলে মানুষ আক্রান্ত হয়েছে। রংপুরের পীরগাছা উপজেলার পারল ইউনিয়নের দেউতি সৈয়দপুর, আনন্দী, ধনীরাম, পূর্বপারল গ্রামগুলোতে হতদরিদ্র পরিবারের বেশ কয়েকজন নারী ও শিশু এই রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা জানান, জবাই করা গরুর মাংস খাওয়ার পরই তাদের জ্বর আসে এবং পরবর্তীতে শরীরে ক্ষতচিহ্ন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার গবাদিপশু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। একজন...