লন্ডনে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সাল থেকে তিনি বিদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, নির্বাচনে অংশগ্রহণ এবং পরিবারের সদস্যদের রাজনীতিতে আসা-না-আসা নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে তিনি দলের ভবিষ্যৎ নেতৃত্ব, নির্বাচনকেন্দ্রিক রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান প্রকাশ করেছেন। তারেক রহমান বলেন, “রাজনীতিতে পরিবারকরণ হয় না। সমর্থন ও দক্ষতার ভিত্তিতেই নেতা এগোতে পারে। যিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং দলকে সামনে নিয়ে যেতে পারবেন, তিনিই নেতৃত্বে দাঁড়াবেন। কেউ যদি এগোতে না পারে, তাহলে সে পারবেন না। সময় ও পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবে।” জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে...