বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এক যুগেরও বেশি সময় রাজত্ব করেছেন নাজমুল হাসান পাপন। গত বছর জুলাই অভ্যুত্থানের পরে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এরপর বছর খানেক চলেছে আগের কমিটি দিয়েই। আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার পরে সবাই ভেবেছিলেন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবার। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবির এই সর্বশেষ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে সেই আভাসও দিয়েছিলেন। কিন্তু কদিন যেতেই সবকিছুতে আলোচনায় যেন ভাটা পড়ে যায়। অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন তামিম। শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে দাঁড়ান তিনি। এরপর নির্বাচন পেছানো নিয়ে কয়েকদফা সংবাদ সম্মেলন ও আলোচনা হয়েছে। তবে কোনো কিছুই ফলপ্রসূ হয়নি। তামিম ইকবালসহ ২২ জন প্রার্থীকে ছাড়াই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত...