চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে আদালতে ক্ষোভ প্রকাশ করছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বলেন, ‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’ এদিন কারাগার থেকে ডা. দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাইনুল খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। সকাল সাড়ে ১০টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। প্রথমে দীপু মনির রিমান্ড শুনানি শুরু হলে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আদালতে বলেন, ‘দীর্ঘদিন হাজতে থাকায় তিনি অসুস্থ। নারী হিসেবে শারীরিক নানা সমস্যায় ভুগছেন।...