খুলনা:বিশ্ব বসতি দিবসে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত লিফলেট বিতরণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। দিবসটি উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কেডিএ।খুলনার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় সকল অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিবের লোগো সম্বলিত লিফলেট। কেডিএর এমন বিতর্কিত কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে আসা আমন্ত্রিতরা। প্রতিবাদ করেছেন সভাস্থলেই। তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে চরমভাবে অসম্মান করেছে। যা কোনভাবেই মেনে নেওয়া হবে না। গণহত্যাকারী শেখ পরিবার বাবার প্রতি জাতির কোন শ্রদ্ধা নেই। এত কিছুর পরও যারা তার উপর শ্রদ্ধা দেখাচ্ছেন কেডিএর সেসব কর্মকর্তারা স্বৈরাচারের দোসর। জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাংলানিউজকে বলেন, ফ্যাসিস্ট...