জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো শক্ত মেরুদণ্ড প্রদর্শন করতে পারে না তারা কোনো সুষ্ঠু নির্বাচন করতেও সক্ষম হবে না। সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, কোনো দলের চাহিদা মতো একটা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এ কমিশনের ওপর থেকে জনগণ সম্পূর্ণ আস্থা হারাবে। আইনগত যেহেতু কোনো বাধা নেই তাই শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। অন্য কোনো অপশন নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনের আইনগত কোনো বাধা না থাকলে দেশের যেকোনো দলের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া উচিত।...