বাংলাদেশে সংক্রমণজনিত রোগের অন্যতম কারণ টাইফয়েড জ্বর। এটি স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় এবং মূলত দূষিত পানি ও খাবার থেকে ছড়ায়। এ রোগ প্রতিরোধে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকা কার্যকর ও নিরাপদ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যাচাইকৃত (প্রিকোয়ালিফাইড) এবং ইতোমধ্যেই পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশে শিশুদের দেওয়া হচ্ছে। বাংলাদেশেও এটি নিরাপদভাবে প্রয়োগ করা হবে। টিকা নেওয়ার পর সামান্য জ্বর, মাথাব্যথা, ব্যথা বা লালচে দাগের মতো হালকা প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে সেগুলো স্বাভাবিকভাবেই সেরে যায়। অনেক সময় টিকা দেওয়ার দিনে একসঙ্গে কয়েকজন কিশোরী অসুস্থ বোধ করে বা অজ্ঞান হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানে এটিকে Mass Psychogenic Illness বলা হয়। এটি মানসিক ভীতিজনিত প্রতিক্রিয়া, টিকার কারণে নয়। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ সরকারের উদ্যোগে...