নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, বেলা দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস ‘কল্পনা পরিবহন’ বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত ইজি বাইকের আরও দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুনঘরে পড়ে ছিল মমতাজ বেগমের মুখ থেঁতলানো মরদেহনিহতদের পরিচয় জানতে কাজ করছে হাইওয়ে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে...