নিজস্ব প্রতিবেদক : টানা তিন কার্যদিবস ধরে উত্থানের পর অবশেষে সোমবার (৬ অক্টোবর) সামান্য দর সংশোধনে নেমেছে শেয়ারবাজার। গত তিন কর্মদিবসে সূচক ৬৭ পয়েন্ট বেড়ে যাওয়ার পর বড় বিনিয়োগকারীরা আজ মুনাফা তুলতে শুরু করায় বাজারে কিছুটা বিক্রির চাপ দেখা দেয়। ফলে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজার সংশ্লিষ্টদের মতে, এটি বাজারের সাময়িক শ্বাস-প্রশ্বাস। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪২৩.৬৪ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএস সূচক কমেছে ২.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক হারিয়েছে ৩.৭৬ পয়েন্ট, অবস্থান করছে যথাক্রমে ১,১৭১.৯০ ও ২,০৮৮.৮০ পয়েন্টে। লেনদেনের দিক থেকে দিনটি ছিল গুরুত্বপুর্ণ। আজ (সোমবার) ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়—এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২৯৫টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে...