মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় হামলায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলা চত্বরে দুপুরে মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে তার কর্মী-সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিন সাথে বাকবিতণ্ডা হয়। পরে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা,...