টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে এক নজরকাড়া ও ব্যতিক্রমধর্মী নারী মিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই কর্মসূচিতে অংশ নেন শত শত নারী কর্মী ও সমর্থক। বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তৃণমূলের পরিশ্রমী ও জনপ্রিয় নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে সোমবার সকালে তার সহধর্মিণী মনোয়ারা বেগমের নেতৃত্বে বিশাল এই নারী মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। নারী মিছিলে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেত্রী মনোয়ারা বেগম বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা বিএনপির লক্ষ্য। তৃণমূলের নারীরাই এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারীদের এমন সক্রিয়...