ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু তার দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিন পরই পদত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। নতুন মন্ত্রিসভা ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী লেকর্নু ও তার সরকার পদত্যাগে বাধ্য হন। সরকারের বিরুদ্ধে মিত্র ও বিরোধী- উভয় পক্ষের কাছ থেকে পতনের হুমকির মুখেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রভাবে ফরাসি স্টক মার্কেট ও ইউরোর মূল্য ব্যাপকভাবে নিম্নমুখী হয়। ফলে দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। রয়টার্স এই পদত্যাগকে ‘অপ্রত্যাশিত ও নজিরবিহীন’ আখ্যা দিয়ে বলেছে, এটি ফ্রান্সের রাজনীতিতে আরেকটি বড় ধাক্কা। এ অবস্থায় ফার-রাইট ন্যাশনাল র্যালি পার্টি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অবিলম্বে স্ন্যাপ সংসদীয় নির্বাচনের আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী...