বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার নয়শত ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) স্পট বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.১ শতাংশ বেড়ে রেকর্ড তিন হাজার নয়শত ঊনত্রিশ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার্স দাম ১.২ শতাংশ বেড়ে তিন হাজার নয়শত চুয়ান্ন দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের আশ্বাস-এই তিনটি কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, জাপানের এলডিপি নির্বাচনের পর ইয়েনের দুর্বলতা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস হ্রাস করেছে। এতে অনেকেই নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন। পাশাপাশি মার্কিন সরকারের অচলাবস্থা অর্থনীতি...