রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় পঞ্চম দিনে আরও তিন জন সাক্ষ্য দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ মো. রবিউল আলমের আদালত তাদের সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেন আদালত। ওই তিন সাক্ষী হলেন– সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, গণভবন শাখার পিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম ও ক্যাশ শাখার সিনিয়র অফিসার রিয়াদ মাহমুদ। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন এ তথ্য জানান। তিনি বলেন, আজ তিনটি মামলায় তিন জন সাক্ষী ৯টি সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। তারা আদালতে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের...