চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন ম্যারি ই. ব্রানকো, ফ্রেড র্যামসডেল ও জাপানি সিমন সাকাগুচি। মানবদেহের পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য এই পুরস্কার পান তাঁরা। আজ সোমবার এ তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। পেরিফেরাল ইমিউন টলারেন্স হলো একটি প্রতিরোধমূলক প্রক্রিয়া, যা মানবদেহের ভেতরে থাকা নিজস্ব অ্যান্টিজেন (শরীরের উপাদান) এবং ক্ষতিকর অ্যান্টিজেনের প্রতি প্রতিক্রিয়াশীল হতে বাধা দেয়। নোবেল কমিটি বলছে, এই তিনজন রোগ প্রতিরোধ ব্যবস্থার নিরাপত্তা প্রহরী রেগুলেটরি টি কোষকে চিহ্নিত করেছেন। ফলে গবেষণার একটি নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছেন। এই আবিষ্কার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির বিকাশেও সহায়তা করেছে, যা বর্তমানে ক্লিনিকাল ট্রায়ালে মূল্যায়ন করা হচ্ছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে স্বয়ংক্রিয় রোগের চিকিৎসা বা নিরাময়...