বিদেশের মাটিতে আফগানিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সঙ্গে টানা চার টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ তো আছেই। রোববার রাতে সারজায় শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। পরে আফগান কোচ জোনাথন ট্রট প্রশংসায় মেতেছেন টাইগার ব্যাটার সাইফের। সাইফ তৃতীয় ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচজয়ী অপরাজিত ইনিংস খেলেছেন। ৭টি ছয়ের সাথে দুটি চার মেরেছেন। আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে রানের খাতা শূন্য হলেও দ্বিতীয় ম্যাচে সাইফ করেছিলেন ১৮ রান। আফগান কোচ বলেছেন, ‘প্রথমেই বলবো, সাইফ অনেক ভালো খেলেছে। দারুণ ক্লিন হিটিং ছিল তার শটে। এমনটাই কি? ব্যাটে এসে নিখুঁত খেলেছেন। এজন্য বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে।’ এশিয়া কাপে ব্যাট হাতে ছন্দে ছিলেন সাইফ হাসান। সেটির প্রতিফলন দেখা গেছে শেষ ম্যাচে। ২৬ বর্ষী ব্যাটারের থেকে এশিয়া কাপে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছিল ভারত ও...