এসএম বদরুল আলমঃজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল-৫ এর সাময়িক বরখাস্তকৃত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর কোটি টাকার ঘুষের চুক্তির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এনফোর্সমেন্ট টিমের তদন্তে জানা যায়, এসএ গ্রুপের কর্ণধার ও এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ তার ১২ কর বর্ষের রিটার্ন সাজিয়ে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার আয় দেখান। উদ্দেশ্য ছিল বিপুল পরিমাণ করফাঁকি দিয়ে অবৈধ অর্থ বৈধ করা। এই প্রক্রিয়ায় তিনি তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকারকে মাধ্যমে জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে ১ কোটি টাকার ঘুষ চুক্তি করেন। দুদক জানায়, চুক্তি অনুযায়ী ওবায়দুল হক সরকার মিতুকে ৩৮ লাখ টাকা অগ্রিম ঘুষ হিসেবে প্রদান করেন। বিনিময়ে মিতু ১২ করবর্ষের আয়কর রিটার্নসহ স্পর্শকাতর নথি ওবায়দুলের হাতে তুলে দেন। পরে তিনি নিজের চেম্বারে বসে...