০৬ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম রূপালি পর্দার জনপ্রিয় নাট্যাভিনেতা ফারুক আহমেদ। ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী নাটক উপহার দিয়েছেন এই অভিনেতা। তার নিপুণ অভিনয়,সরল বাচনভঙ্গি এবং প্রাঞ্জল ভাষার প্রয়োগ ভিন্ন মাত্রা জুগিয়েছে নাট্যাঙ্গনে। বহুমাত্রিক চরিত্রে কখনও সাবলীল সারল্য, কখনও হাস্যরস এবং কখনও ফুটে উঠেছে গ্রামীণ জীবন বাস্তবতার নিদারুণ দুঃখ কষ্ট। আশির দশক থেকে অদ্যবধি ফারুক আহমেদ এক অনবদ্য অভিনেতার নাম। গুণী এই অভিনেতা সবথেকে বেশি আলোচিত হন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকে কাজ করার মাধ্যমে। শিক্ষা জীবনে ফারুক আহমেদের সুযোগ হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। গতকাল নিজের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে স্থান পেয়েছে ক্যাম্পাসের সিনিয়রদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বিশ্ববিদ্যালয়ের স্মৃতি। বড় ভাইদের স্মৃতি নামক ওই পোস্টে...