টানা দেড় থেকে দুই মাস ধরে চরম অস্থিরতা চলছে সোনার বাজারে। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে এই মূল্যবান ধাতুর দাম। সর্বশেষ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের বাজারেও। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে বসবে সোনার নতুন দাম নির্ধারণে। ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো দেশীয় বাজারে ভরি প্রতি সোনার দাম দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে, এমনকি তা অতিক্রমও করতে পারে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে শুরু করেছিল। তবে গত দেড় মাসে বৃদ্ধির হার হয়েছে আরও তীব্র—এই সময়ে প্রতি আউন্সে বেড়েছে প্রায় ৬০০ ডলার। ফলে দেশীয় বাজারেও সমন্বয়ের অংশ হিসেবে কয়েক...