এরপর ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, “আমি বুঝি না তুমি সবসময় এত নেতিবাচক কেন! এটা একটা জয়, এটা গ্রহণ করো।” অ্যাক্সিওস–এর এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, নেতানিয়াহু চেয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন যৌথভাবে এমন বিবৃতি দেয় যাতে বোঝায়, হামাসের জবাব কোনোভাবেই ইতিবাচক নয়। কিন্তু ট্রাম্প সেটিকে এক প্রাথমিক ‘খোলা দরজা’ হিসেবে দেখেছিলেন, যেখানে চুক্তির সুযোগ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার পর ট্রাম্প নেতানিয়াহুর অনীহা উপেক্ষা করে গাজায় বিমান হামলা বন্ধের আহ্বান জানান। মাত্র তিন ঘণ্টা পরেই ইসরায়েল সেই নির্দেশ কার্যকর করে। পরে অ্যাক্সিওস–এর সঙ্গেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা গাজা শান্তি চুক্তির খুব কাছাকাছি। আমি নেতানিয়াহুকে বলেছি, এটাই তোমার জয়ের সুযোগ। শেষ পর্যন্ত সে রাজি হয়েছে, কারণ তার আর বিকল্প নেই। আমার সঙ্গে থাকলে তাকে রাজি হতেই হবে।” হামাস, ইসরায়েল...