ফ্রান্সে আবারও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র ২৬ দিন দায়িত্বে থাকার পরই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তাঁর পুরো মন্ত্রিসভা। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ থেকে তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পরিবর্তন ঘটল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফরাসি রাজনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং সংসদে ভারসাম্যহীন পরিস্থিতি লেকর্নুর পদত্যাগের মূল কারণ। মাত্র কয়েক ঘণ্টা আগে ঘোষিত নতুন মন্ত্রিসভাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল—লেকর্নুর ঘোষিত মন্ত্রিসভা পূর্ববর্তী ফ্রাঁসোয়া বায়রু সরকারের প্রায় অনুলিপি, যেখানে কোনো নতুন মুখ বা রাজনৈতিক ভারসাম্য দেখা যায়নি। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রায় সব দলের নেতারা এই মন্ত্রিসভাকে “অকার্যকর ও পুনরাবৃত্তিমূলক” বলে অভিহিত করে অনাস্থা...