পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানা ঘেরাও করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে এ অভিযান চালানো হয়। আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল তল্লাশি চালায়। সেনা উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তল্লাশিতে ইউপিডিএফ সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আইএসপিআরের ভাষ্যমতে, অভিযানের সময় সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের জোরপূর্বক সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সংস্থাটি জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট যে ইউপিডিএফ ও...