পরপারে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার বার্নার্ড জুলিয়ান। ৭৫ বছর বয়সে শনিবার উত্তর ত্রিনিদাদের ভালসেইন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুলিয়ান ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন। খেলেছেন ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডে বিশ্বকাপে অর্থাৎ আজ থেকে ৫০ বছর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পান ২৭ রানে ৪ উইকেট এবং ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে খেলেন ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্স এক তুখোড় অলরাউন্ডার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। বামহাতি মিডিয়াম পেস, আক্রমণাত্মক ব্যাটিং ও প্রাণবন্ত ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড তাকে স্মরণ করে বলেছেন, ‘সে সবসময় শতভাগের বেশি দিত। কখনও দায়িত্ব এড়িয়ে যেত না। ব্যাট বা...