ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ করার সময় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছেন। এতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে। গতকাল সোমবার (৫ অক্টোবর) বন্যায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় দুই নেতাকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। ইট-পাটকেল ছোঁড়া হয়। কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। এতে মুর্মুর মাথায় গুরুতর আঘাত এবং প্রচুর...