ফেসবুকে আসছে এক যুগান্তকারী আপডেট, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্তকল্যাণকর ও কার্যকরীহিসেবে বিবেচিত হচ্ছে। এতদিন অনেকেই ভিডিও আপলোড করে ভিউ পেলেও আয়ের ক্ষেত্রে হতাশ ছিলেন। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে নতুন এই আপডেট। নতুন ফিচার অনুযায়ী, এখন থেকে ভিডিও আপলোডের নিয়ম ও মনিটাইজেশনের ধরন পুরোপুরি বদলে যাচ্ছে।চলুন দেখে নেওয়া যাক এই আপডেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো— ফেসবুক অ্যাপে প্রবেশ করে উপরেরডান পাশে থাকা তিনটি ডট (☰)-এ ট্যাপ করেProfessional Dashboard-এ যেতে হবে।সেখান থেকেContent Monetizationসেকশনে প্রবেশ করলে নতুন আপডেটের অপশনগুলো দেখা যাবে। যাদের ইতিমধ্যেই মনিটাইজেশন চালু আছে, তাদের জন্য এই আপডেট আরও বেশি লাভজনক হবে। আর যারা এখনো মনিটাইজেশন পাননি, তারাও এই নতুন নিয়মে কাজ করে দ্রুত তা পেতে পারবেন। নতুন সিস্টেমে এখনরিলস (Reels)হবে ভিডিও আপলোডের মূল মাধ্যম। আগে যেখানে সর্বোচ্চ ৯০ সেকেন্ড...