আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ব সেরেব্রাল পালসি দিবস। এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘অনন্য ও ঐক্যবদ্ধ’, যা উপস্থাপন করে ব্যক্তিগত ভিন্নতাকে স্বীকৃতি ও সম্মান জানিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। এ দিনটির উদ্দেশ্য হলো সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের সীমাবদ্ধতাকে জনসাধারণের সামনে তুলে ধরা এবং তাদেরকে সমাজের অন্তর্ভুক্তিকরণে উৎসাহিত করা। সেরেব্রাল পালসি হলো একটি শারীরিক গঠনগত প্রতিবন্ধকতা, যা জন্মের আগে, জন্মের সময় বা জন্মের পরবর্তী সময়ে মস্তিষ্কের আঘাতজনিত কারণে হয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে প্রায় ১৮ মিলিয়ন মানুষ সেরেব্রাল পালসিতে আক্রান্ত। জন্মের সময় এর প্রাদুর্ভাব উচ্চ আয়ের দেশগুলোতে প্রতি এক হাজার জীবিত শিশুর মধ্যে ১.৬ জন। বাংলাদেশে এ চিত্র আরো গভীর। বাংলাদেশের একটি জনসংখ্যাভিত্তিক জরিপে (২০১৮) দেখা গেছে যে, দেশের গ্রামীণ...