তাই যদি কখনও হ্যাকিংয়ের আশংকা থাকে, শেয়ার করা ডিভাইসে লগইন করা হয় বা দীর্ঘদিন ধরে পাসওয়ার্ড আপডেট না করা হয় তবে সেটি পরিবর্তন করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ২০২৪ সালে অ্যাপল তাদের ‘অ্যাপল আইডি’-এর নাম পরিবর্তন করে ‘অ্যাপল অ্যাকাউন্ট’ করেছে। তবে লগইনের পদ্ধতি ও ব্যবহার আগের মতোই রয়েছে। এখন সহজ কিছু ধাপ অনুসরণ করেই আইফোন, আইপ্যাড, ম্যাক বা ওয়েবের মাধ্যমে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন বা রিসেট করা সম্ভব। সবচেয়ে দ্রুত পদ্ধতি হলো ডিভাইসের সেটিং থেকে পরিবর্তন করা। এই প্রক্রিয়া আইফোন, আইপ্যাড, ভিশন প্রো এবং স্টোলেন ডিভাইস প্রটেকশন সক্রিয় থাকা অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও কার্যকর। প্রথমে ‘সেটিংস’ অ্যাপ খুলে ‘ইওর নেইম’ অপশন থেকে ‘সাইন ইন অ্যান্ড সিকিউরিটি’-তে যেতে হবে। এরপর ‘চেইঞ্জ পাসওয়ার্ড’-এ ট্যাপ করতে হবে। বর্তমান পাসওয়ার্ড বা ডিভাইস পাসকোড...