যুক্তরাষ্ট্রে এক ভারতীয় নাগরিকের জীবন ওলটপালট করে দিয়েছে একটি পারফিউম বোতল। ‘ইয়েভ সাঁ লোরাঁ (YSL)’-এর ‘Opium’ নামের সুগন্ধি বোতলটিকে পুলিশ ভুল করে আফিম ভেবে তাঁকে গ্রেপ্তার করে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, কপিল রাঘু নামের ওই ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের আর্কানসাস অঙ্গরাজ্যের বেন্টন শহরে গত ৩ মে এক সামান্য ট্রাফিক নিয়মভঙ্গের জন্য পুলিশের হাতে আটক হন। গাড়ি তল্লাশির সময় অফিসাররা তার গাড়ির সেন্টার কনসোল থেকে একটি ছোট পারফিউম বোতল পেয়ে লেবেলে লেখা “Opium” দেখে ধরে নেন, বোতলে নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে। রাঘু বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন যে এটি শুধুমাত্র একটি ব্র্যান্ডেড পারফিউম। তবুও পুলিশ তাঁকে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সংস্থা হেফাজতে নেয় এবং প্রায় এক মাস জেলে কাটাতে হয়। পুলিশের...