জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আর. পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনও বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। যেই মার্কাগুলো মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।...