গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের লাখ লাখ মানুষের বিক্ষোভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে। তবে এই বহুমুখী চাপ সত্ত্বেও নেতানিয়াহু তাঁর অবস্থান থেকে সরতে রাজি হচ্ছেন না এবং ট্রাম্পের চুক্তি প্রস্তাবকে উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছেন। ট্রাম্পের তীব্র ক্ষোভ ও ধমকহামাস ট্রাম্পের প্রস্তাবে শর্তসাপেক্ষে রাজি হওয়ার পর গত ৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ফোনে নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়েন। সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাসের জবাবের পরপরই ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। নেতানিয়াহু ট্রাম্পকে বলেন যে হামাসের শর্তসাপেক্ষে রাজি হওয়া মানে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা, যা নিয়ে উল্লাস করার কিছু নেই। নেতানিয়াহুর এই নেতিবাচক কথায় ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প নেতানিয়াহুকে বাজে ভাষায় ধমক...