গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল আই২৪ নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা অভিযানে গ্রিসের নাগরিকদের সঙ্গে গ্রেটাসহ অন্যান্য আন্তর্জাতিক অভিযাত্রীদেরও একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। এই চারটি ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ ছিল মিশনের মূল উদ্যোক্তা। মিশনে অংশ নিয়েছিলেন ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক। তাদের মধ্যে ছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা এবং বিভিন্ন...