পবিত্র বাইবেলের একটি সুপরিচিত ঘটনা—‘চার হাজার মানুষকে অন্নদান’—গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এক ইরানি লেখক প্রশ্ন তুলেছেন— যদি যিশুখ্রিস্ট (ঈসা আ.) আজ বেঁচে থাকতেন, তিনি কি ভ্যাটিকানে থাকতেন—নাকি গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে যেতেন? হাবিব আহমদজাদে নামের ওই ইরানি লেখক বলেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুসলিম লেখক-পরিচালক। যতটা আমি আমার নবী মুহাম্মদ (সা.)-কে সম্মান করি, ততটাই আমি অন্য ধর্মীয় নেতা ও নবীদেরও ভালোবাসি, বিশেষ করে মুসা ও ঈসা (আ.) বা যিশুকে। আমি পুরাতন ও নতুন নিয়মের গ্রন্থ পড়ি এবং আমার ছাত্রদের উদ্ধৃত করি। তিনি বলনে, ‘অনেক দিন আগে আমি রোমে নতুন পোপের অভিষেকের অনুষ্ঠান দেখেছিলাম। বিশাল ভোজসভা, বিলাসবহুল পোশাক, আর নিস্তব্ধতা—যা শুরু হয় নির্জন মঠে এবং শেষ হয় রোমে।’ এ সময় তিনি যিশুখ্রিস্টকে উদ্দেশ্য করে বলেন, ‘কিন্তু হে...