ঢাকা: নিদারুণ দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করে যে মানুষটি জীবনে সফলতা অর্জন করেছিলেন তিনি হলেন মেঘনাদ সাহা। বিশ্ব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান আজও আমাদের বিস্মিত করে। কৃষ্ণনক্ষত্রের রহস্য সন্ধান থেকে শুরু করে নদীমাতৃক ভারতবর্ষের সেচ পরিকল্পনা অথবা আয়নমন্ডল সংক্রান্ত অনুসন্ধান প্রভৃতি বিভিন্ন বিষয়ে মেঘনাদ সাহা তাঁর কৃতিত্বের পরিচয় রেখে গেছেন।১৮৯৩ সালের ৬ অক্টোবর বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার শেওড়াতলি গ্রামে মেঘনাদ সাহা জন্মগ্রহণ করেন। পিতা জগন্নাথ সাহা এবং মাতা ভুবনেশ্বরী।ছোটো থেকেই তাকে লড়াই করে যেতে হয়েছে নিদারুণ দারিদ্রতার সঙ্গে। মিডল স্কুল থেকে পাশ করে ১৯০৬ সালে ভর্তি হলেন ঢাকা কলেজিয়েট স্কুলে। মাসে বারো টাকা বৃত্তি পেলেন। শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়। ১৯০৯ সালে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়ে ভর্তি হলেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে। বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করলেন। এরপর কলকাতায় এসে...