বিসিবি নির্বাচন চলছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শান্তিপূর্ণ পরিবেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ, চলবে বিকেল চারটা পর্যন্ত। এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলামসহ অনেকেই। বিএনপিপন্থীরা সরে দাঁড়ানোয় নির্বাচন নিয়ে বাহ্যত কোনো উত্তাপ এখন পর্যন্ত নেই। জেলা–বিভাগ থেকে ১০ পরিচালকের ৮ জনই বলতে গেলে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি থেকে কারা আসবেন, সেটিও ভোট গ্রহণের আগেই মোটামুটি ঠিকঠাক। শুধু ক্যাটাগরি–৩–এর নির্বাচনে মুখোমুখি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে মাসুদের প্রতিও যেহেতু সরকার পক্ষের বিশেষ ‘স্নেহ’ আছে, তাঁর জয় ঠেকানো কঠিন হতে পারে দেবব্রতর জন্য। পরিচালনা পরিষদের নির্বাচন শেষ হবে আজ সন্ধ্যায়। এরপর বোর্ড সভায় যে বর্তমান সভাপতি আমিনুল ইসলামই পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন, তা নিয়েও...