সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর প্রসঙ্গ টেনে কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মী, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, “নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসার অভাবে মারা গেছেন। আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম?” সোমবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন দীপু মনি। শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় দীপু মনিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল খান পুলক। এছাড়া লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। সোমবার আসামিদের উপস্থিতিতে ওই দুই আবেদনের ওপর শুনানি হয়। তার আগে সকাল সাড়ে ১০টার দিকে...