নেতানিয়াহুর এ কথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে বাজে ভাষায় ধমক দিয়ে বলেন, “আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় গ্রহণ করুন।” যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে কতটা চাপ দিচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই শান্তি প্রস্তাব ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু। ইসরাইলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে বলেছেন, 'ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। হামাসেরও একমত হওয়া...