পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকদের বিরুদ্ধে দুদকের করা তিন মামলায় আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- সোনালী ব্যাংক গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, প্রিন্সিপাল অফিসার মো.শরিফুল ইসলাম এবং সিনিয়র অফিসার রিয়াদ মাহমুদ। সোমবার ঢাকার চার নম্বর বিশেষ জজ মো. রবিউল আলমের আদালতে তারা নিজেদের জবানবন্দি তুলে ধরেন। দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) বলেন, “এই তিনজন তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।” ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে। পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী সাক্ষীদের...